ধর্ষণ মামলায় গায়ক নোবেল কারাগারে

ধর্ষণ মামলায় গায়ক মাঈনুল আহসান নোবেলকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার এক আদালত।
আদালত সূত্র জানায়, আজ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ও ডেমরা থানার পুলিশ পরিদর্শক মুরাদ হোসেন নোবেলকে আদালতে হাজির করে কারাগারে আটকে রাখার আবেদন করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতরাতে ইডেন কলেজের এক শিক্ষার্থী নোবেলের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, নোবেল ওই শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ করেছেন।
বর্তমানে ওই শিক্ষার্থী ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন।
গতরাতে ডেমরার সারুলিয়া এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।
Comments