তেঁতুলিয়ায় সীমান্ত পেরিয়ে আসা ২ যুবক আটক

স্টার অনলাইন গ্রাফিক্স

ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের অভিযোগে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার বিকেলে তেঁতুলিয়া সীমান্ত চৌকির (বিওপি) সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন—চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার জিয়ানগর গ্রামের বাসিন্দা মো. মানিকের ছেলে ফারুক হোসেন (২০) ও একই উপজেলার দক্ষিণ রাইসো গ্রামের আব্দুল কাশেমের ছেলে রাব্বী হোসেন (২১)।

বিজিবি পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম জানান, মহানন্দা নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের পর ৪৪৩/৫-এস নম্বর সীমান্ত পিলারের কাছ থেকে তেঁতুলিয়া বিওপির সদস্যরা তাদের আটক করে। পরবর্তীতে তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই যুবক জানিয়েছেন, কয়েক মাস আগে তারা রাজমিস্ত্রির কাজ করতে কলকাতায় গিয়েছিলেন। ভারতীয় পুলিশ বৈধ নথিবিহীন শ্রমিকদের বিরুদ্ধে অভিযান জোরদার করার পর তারা শহর ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসেন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু বলেন, 'তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।'

Comments

The Daily Star  | English

BNP holds meeting with Yunus

Four BNP leaders, led by Khandaker Mosharraf Hossain, reached Yunus' official residence at 7:33pm

1h ago