সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

অধ্যাপক ড. শামসুল আলম। ছবি: সংগৃহীত

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান বলেন, 'মোহাম্মদপুর থেকে শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।'

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

‘Use firearms in self-defence’

After a police officer was attacked during a raid in the port city, Chattogram police chief Hasib Aziz told officers to be ready to use arms for self-defence.

2h ago