এসআই সুকান্ত কুমার দাশ গ্রেপ্তার

arrest logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত কুমার দাশকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসআই (নিরস্ত্র) সুকান্ত কুমার দাশকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি কর্মচারী গ্রেপ্তার সংক্রান্ত বিধি-বিধান অনুসরণ-পূর্বক তাকে কোর্টে চালান করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা চলমান রয়েছে। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি মামলা এবং আদালতে আরেকটি মামলা রয়েছে।

এর আগে, মঙ্গলবার বিকেলে নগরীর ইস্টার্ন গেট এলাকায় স্থানীয়রা এসআই সুকান্তকে 'মারধর করে' খানজাহান আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে রাতেই তাকে ছেড়ে দেয় থানার পুলিশ। গত জুলাইয়ে অভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার ওপর নিপীড়ন ও গণগ্রেপ্তারের অভিযোগ রয়েছে সুকান্তের বিরুদ্ধে। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।

এসআই সুকান্তকে মুক্তি দেওয়ার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। বুধবার দুপুর থেকে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' ও ছাত্রদলের নেতাকর্মীরা কেএমপি সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সদর দপ্তরের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। রাত সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীরা সরে গেলে তালা ভেঙে বাইরে আসেন পুলিশ কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে ফের কেএমপি সদর দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছিল আন্দোলনরত ছাত্র সংগঠনগুলো। তবে বিকেল চারটা পর্যন্ত কোনো কর্মসূচি শুরু হয়নি।

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

3h ago