দুর্নীতির মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রেপ্তার

দুর্নীতির মামলায় অর্থনীতিবিদ ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি রাষ্ট্রীয় জনতা ব্যাংক পিএলসির চেয়ারম্যান ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে।

ডিএমপির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'দুর্নীতি দমন কমিশনের চাহিদা অনুযায়ী ডিবির একটি দল রাজধানী একটি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে।'

'শুক্রবার সকালে তাকে দুদকের কাছে হস্তান্তর করা হবে,' বলেন নাসিরুল ইসলাম।

Comments