খুলনায় যুবদল নেতা মাহাবুব হত্যাকাণ্ড: ৩০ ঘণ্টা পরও গ্রেপ্তার হয়নি কেউ

খুলনার দৌলতপুরে যুবদলের সাবেক নেতা মাহাবুবুর রহমান মোল্লা হত্যা মামলার ৩০ ঘণ্টা পার হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় নিজের বাড়ির সামনে মাহাবুবকে গুলি করে দুর্বৃত্তরা। মৃত্যু নিশ্চিত করতে গুলি করার পর তার পায়ের রগ কেটে দেয় তারা।
শনিবার দুপুরে নিহতের বাবা আবদুল করিম মোল্লা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, মামলার এজাহারে হত্যার কোনো সুস্পষ্ট কারণ উল্লেখ করা হয়নি। ঘটনার পর সন্দেহভাজন হিসেবে এক ভ্যানচালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) তাজুল ইসলাম বলেন, 'প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনজন সশস্ত্র হামলাকারী একটি মোটরসাইকেলে এসে মাহাবুবকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। হত্যাকাণ্ডটি প্রায় ৩০ মিনিটের মধ্যে সংঘটিত হয়। তারা তেলিগাতি হয়ে মহাসড়কে উঠে গিয়ে জনসাধারণের সঙ্গে মিশে যায়।'
তিনি আরও জানান, ঘটনার স্থানসংলগ্ন একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে এবং তা বিশ্লেষণ চলছে। এছাড়া, একাধিক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে।
'আশা করছি অল্প সময়ের মধ্যেই ঘটনার সঙ্গে সম্পৃক্তদের আমরা চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারবো,' যোগ করেন তিনি।
Comments