এনসিপি নেতাদের ইঙ্গিত করে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট, এএসপি প্রত্যাহার

Dinajpur Map
স্টার ডিজিটাল গ্রাফিক্স

গোপালগঞ্জে পদযাত্রা কর্মসূচিতে হামলার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ইঙ্গিত করে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোসফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পোস্টটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের নজরে আসার পর তারা ক্ষুব্ধ হন।

মোসফেকুরের গ্রেপ্তার দাবিতে বুধবার দিবাগত রাত সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত তারা দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।

'ফেসবুক পোস্টের জেরে রাত ৯টার দিকে তাকে প্রত্যাহার করা হয়,' দ্য ডেইলি স্টারকে জানান দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোসফেকুর তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে ব্যঙ্গাত্মক পোস্ট করেন।

মারুফাত বলেন, পোস্টটি তাদের নজরে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে তাৎক্ষণিকভাবে মোসফেকুরকে প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Gopalganj curfew to remain in effect until 6am tomorrow

The announcement was made today by Gopalganj Deputy Commissioner (DC) Muhammad Kamruzzaman

1h ago