ছাত্র-জনতার অভ্যুত্থান: ১২ মামলায় চার্জশিট

১৭ জুলাই ২০২৪ সংঘর্ষ চলাকালে সায়েন্সল্যাব এলাকায় রামদা-লাঠিসোঁটা হাতে ছাত্রলীগের নেতাকর্মী | ছবি: এমরান হোসেন/স্টার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের মামলাগুলোর মধ্যে ১২টির অভিযোগপত্র জমা দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর মধ্যে তিনটি হত্যা এবং অন্যান্য ধারায় দায়ের নয়টি মামলা রয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানিয়েছেন, হত্যা মামলার মধ্যে তিনটিই শেরপুর জেলার।

এছাড়া, অন্যান্য ধারার নয়টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি, চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি, সিরাজগঞ্জ জেলার দুটি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তাধীন দুটি।

এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দায়ের মামলাগুলোর যথাযথ তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তদারকি করছেন।

এতে আরও বলা হয়, অন্য সব মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে পুলিশ সচেষ্ট রয়েছে।

Comments

The Daily Star  | English

Nahid calls for preparations for another mass uprising if ‘old game’ doesn’t end

He made these remarks during a street rally at Chashara intersection, Narayangaj

24m ago