কুকুরকে ঝুলিয়ে পিটিয়ে হত্যা, ৫ হাজার টাকা জরিমানা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি কুকুরকে দড়ি দিয়ে ঝুলিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

তিনি হলেন—একই উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা খোকন হাওলাদার (৪২)। খোকন পেশায় শ্রমিক।

হত্যাকাণ্ডে তার তিন সহযোগী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার খোকনকে অর্থদণ্ড দিয়েছেন।

তন্ময় দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পথ থেকে একটি কুকুরকে ধরে গলায় ফাঁস দিয়ে নির্যাতন চালায় স্থানীয় কয়েকজন। ফেসবুক থেকে ঘটনাটি জানার পর দুর্গাপুর গ্রামের বাসিন্দা মোজাম্মেল হোসেন বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), প্রাণিসম্পদ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের জানান।

এরপরই প্রশাসন উদ্যোগ নিয়ে অপরাধীদের আইনের আওতায় আনে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই নির্মম নির্যাতন চালিয়ে প্রাণীটিকে হত্যা করা হয়েছে।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা আফরোজ জানান, 'ঘটনাটি জানার পর আমি সহকারী কমিশনারকে (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেই।'

প্রাণিকল্যাণ আইন ২০১৯ অনুসারে—আইনের ৬(খ) ধারা অনুযায়ী, প্রাণীকে অতিরিক্ত পরিশ্রম করানো বা অপ্রয়োজনীয়ভাবে প্রহার করা অপরাধ বিবেচিত হবে।

এই আইনের ৬(ঘ) ধারা অনুসারে, প্রাণীকে যদি এমনভাবে বেঁধে রাখা, আবদ্ধ রাখা বা বহন করা হয়, যার কারণে প্রাণীটি তার প্রকৃতি অনুযায়ী স্বাভাবিকভাবে দাঁড়াতে, বসতে বা শুতে পারে না—তা অপরাধ হিসেবে গণ্য হবে।

এছাড়া, ৬(ঙ) ধারা অনুযায়ী, নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রাণীকে ধারালো ধাতব বস্তু দিয়ে আঘাত করাও অপরাধ। ৭(১) ধারা অনুসারে, আইনে উল্লিখিত কোনো কারণ ছাড়া মালিকবিহীন কোনো প্রাণী নিধন বা অপসারণ করা যাবে না।

কোনো ব্যক্তি মালিকবিহীন কোনো প্রাণী হত্যা করলে এই আইনের অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে, উল্লেখ করা হয়েছে ৭(২) ধারায়।

আইনের ১৬ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি ধারা ৬ এর উপধারা (৩), ধারা ৭ এর উপধারা (২), ধারা ৮ এর উপধারা (২), ধারা ৯ এর উপধারা (৩), ধারা ১২ এর উপধারা (৬) এবং ধারা ১৩ এর উপধারা (৩) এর অধীনে কোনো অপরাধ সংঘটন করলে অথবা অপরাধ সংঘটনে সহায়তা করলে ওই ব্যক্তি অনধিক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

Comments

The Daily Star  | English
National election

Political parties must support the election drive

The election in February 2026 is among the most important challenges that we are going to face.

10h ago