বক্ষব্যাধি হাসপাতালে ঢুকে চতুর্থ শ্রেণির কর্মচারীকে গুলি

রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ভেতরে ঢুকে জামাল হোসেন (৪০) নামে চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে গুলি করেছে দুবৃত্তরা।
শুক্রবার রাত সোয়া ৮টার দিকে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের অফিসের সামনে এই ঘটনা ঘটে।
জামালের ভাই জসিম উদ্দিন জানান, তার ভাই বক্ষব্যাধি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে থাকেন।
তিনি বলেন, 'রাতে মাস্ক পরা দুজন ব্যক্তি আমার ভাইয়ের মাথায় গুলি করে চলে যায়। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।'
জসিম বলেন, 'আমার ভাই হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। সামনে নির্বাচন। আবারও তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করায় কিছু লোক হুমকি দিচ্ছিলেন। তারা নির্বাচন না করতে বলছিলেন।'
'আমাদের ধারণা, নির্বাচনকে কেন্দ্র করেই আমার ভাইকে গুলি করা হয়েছে,' বলেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, স্বজনরা জামালকে হাসপাতালে নিয়ে আসেন। তার ডান চোখে গুলির চিহ্ন রয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, 'আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি।'
Comments