গরু চুরির অভিযোগে গণপিটুনি, সিরাজগঞ্জে ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জ
স্টার ডিজিটাল গ্রাফিক্স

সিরাজগঞ্জের সদর উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোরে উপজেলার পাঁচঠাকুরি এলাকায় যমুনা নদীর তীরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরও দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের আবদুর রাজ্জাক (৫২) এবং টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাশিদুল ইসলাম (৪৫)।

সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বগুড়ার সারিয়াকান্দির একটি চর থেকে তিনটি গরু চুরি করে নৌকায় করে নিয়ে পালাচ্ছিল একদল লোক। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন নৌকা নিয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে পাঁচঠাকুরি এলাকায় তাদের ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।

খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে। তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুর রাজ্জাক ও রাশিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

আহত অপর দুজনকে শহীদ এম মনসুর আলি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে তিনটি গরু উদ্ধার করা হয়, যার মধ্যে একটি গরু মারা গেছে। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

The Daily Star  | English

July killings: Court orders exhumation of 114 bodies for identification

A Dhaka court today ordered the authorities concerned to exhume 114 bodies of individuals killed during the July uprising in order to identify them

43m ago