মৌলভীবাজারে প্রতিষ্ঠানের ভেতর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিহত মো. শাহ ফয়জুর রহমান রুবেল। ছবি: সংগৃহীত

মৌলভীবাজার শহরে এক ব্যবসায়ীকে তার প্রতিষ্ঠানের ভেতর ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর শহরের শমশেরনগর রোডে এ ঘটনা ঘটে।

নিহত মো. শাহ ফয়জুর রহমান রুবেল কুলাউড়া উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। শমশেরনগর রোডে সদাইপাতি (এফ রহমান ট্রেডিং) নামে তার একটি দোকান রয়েছে।

শমসেরনগর রোডের ব্যবসায়ী মতিন বক্সসহ স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন রুবেল। এসময়
দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে স্থানীয় সিএনজিচালিত অটোরিকশাচালকরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠান। রাতে সেখানে তার মৃত্যু হয়। 

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়সল জামান জানান, ধারালো অস্ত্রের আঘাত নিয়ে তিনি হাসপাতালে আসেন। সেসময় তার অবস্থা ছিল আশঙ্কাজনক। পরে তাকে এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়। 

নিহত রুবেলের মরদেহের পোস্টমর্টেম এখনো হয়নি। পোস্টমর্টেম হলে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

নিহতের শ্যালক ইমন তরফদার বলেন, হয়তো কারও সঙ্গে তার পূর্বশত্রুতা ছিল। সেই জেরে হত্যা করা হয়েছে বলে আশঙ্কা করছি। 
সিলেটে মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, 'তদন্তের কাজ চলছে। এর বেশি কিছু বলা যাচ্ছে না।'

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

2h ago