ট্রাভেল ব্যাগে খণ্ডিত মরদেহ: সেই যুবকের পরিচয় মিলেছে

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

ওই যুবকের নাম মো. অলি (৩৭)। তিনি নরসিংদীর সদর থানাধীন করিমপুর গ্রামের সুরুজ মিয়া ও শামসুন্নাহার বেগমের  ছেলে।

আজ শুক্রবার সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন সকাল ১০টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় নান্না বিরিয়ানি হাউজের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ছবি: সংগৃহীত

সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় নান্না বিরিয়ানি হাউজের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অলির বড় ভাবী মাহমুদা আক্তার ডেইলি স্টারকে জানিয়েছেন, তার দেবর বাসের হেলপার ছিলেন। স্ত্রী শাহানা বেগম এবং দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে গত ১০ বছর ধরে অলি গাজীপুরে থাকতেন।

ফরিদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'ময়নাতদন্তের জন্য মরদেহের খণ্ডিত অংশগুলো শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।'

তিনি আরও বলেন, 'আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে, ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments