কারাগার থেকে পালাতে চেয়েছিলেন ৩ আসামি, লুকিয়ে রাখা সরঞ্জাম উদ্ধার

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিন আসামি পালাতে চেয়েছিলেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
প্রস্তুতি হিসেবে তারা কিছু সরঞ্জাম সংগ্রহ করে রেখেছিলেন। তল্লাশি চালিয়ে কর্তৃপক্ষ সেসব জব্দ করেছে।
আজ শুক্রবার সন্ধ্যায় কোণাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, এই ঘটনায় গতকাল রাতে জেলার মো. আসাদুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
ওই তিন আসামি হলেন—টাঙ্গাইল সদর থানার চৌবাড়িয়া এলাকার শাহাদাত হোসেন, জয়পুরহাটের পাঁচবিবি থানার মাঝিনা এলাকার রনি মহন্ত ও কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু।
তারা সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
সালাহউদ্দিন বলেন, 'তাদের উদ্দেশ্য ছিল, একটি নাশকতা সৃষ্টি করে পালিয়ে যাওয়া। বন্দিদের কক্ষে তল্লাশি চালিয়ে কিছু উপকরণ জব্দ করেছে কারা কর্তৃপক্ষ,' বলেন তিনি।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট রাত সোয়া ৮টার দিকে কারাগারে দায়িত্ব পালনকালে সহকারী প্রধানরক্ষী মোখলেছুর রহমান 'তমাল' ভবনের নিচতলায় ১২ নম্বর কক্ষের দেয়ালে আঘাত করার শব্দ শুনতে পান।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরের দিন সকালে ১২ নম্বর কক্ষে তল্লাশি করা হয়। সেখানে একটি লোহার পাত, দুই টুকরা রড, কম্বল কেটে বানানো ২৮ ফুট লম্বা একটি রশি, কম্বল দিয়ে তৈরি ২৫ ফুট লম্বা একটি বেল্ট, লোহার তৈরি দুটি আংটা, ১০ ফুট লম্বা একটি খুঁটিসহ বিভিন্ন উপরকরণ পাওয়া যায়, উল্লেখ করা হয় এজাহারে।
এ ব্যাপারে জানতে চাইলে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আসাদুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'জেল থেকে পালানোর জন্য প্রয়োজনীয় উপকরণ হিসেবে কিছু সরঞ্জাম তারা সংগ্রহে রেখেছিল। তাদের বিরুদ্ধে আমি একটি অভিযোগ দিয়েছি।'
Comments