নরসিংদীতে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, নারী গ্রেপ্তার

নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়ার ১২ ঘণ্টার মাথায় নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গত রাত ২টার দিকে রায়পুরা উপজেলার মরজাল এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ফাতেমা বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও নবজাতকের পরিবার জানায়, নরসিংদী শহরের বাসাইল এলাকার ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে গত শনিবার সিএনজি অটোরিকশাচালক শরীফ মিয়া ও মিথিলা দম্পতির একটি ছেলেসন্তানের জন্ম হয়। রোববার দুপুরে নবজাতকের নানি শৌচাগারে গেলে এক নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যান। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ অভিযান শুরু করে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পরই পুলিশ বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে অভিযান শুরু করে। ১২ ঘণ্টার মধ্যেই নবজাতকটিকে উদ্ধার করা সম্ভব হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অভিযুক্ত নারী নিজেকে রোগীর স্বজন পরিচয় দিয়ে বেশ কিছুক্ষণ ধরে শিশুটির পাশেই ছিলেন এবং একপর্যায়ে কোলে তুলে নেন। তবে নবজাতকের স্বজনদের দাবি, ওই নারী নিজেকে হাসপাতালের কর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন।
গ্রেপ্তার হওয়া ফাতেমা বেগমের স্বামীর বাড়ি শিবপুর উপজেলার কুমারটেক ও বাবার বাড়ি রায়পুরার মৌলভী বাড়িতে। ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা বেগম বলেছেন, তার কোনো ছেলেসন্তান নেই। ছেলেসন্তানের জন্য স্বামীর চাপেই তিনি নবজাতকটিকে চুরি করেন বলে দাবি করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Comments