ব্রাহ্মণবাড়িয়ায় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় কাচ্চি ভাই রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় অধিদপ্তর অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, 'কাচ্চি ভাই' নামে ওই রেস্টুরেন্টে কর্মীরা ড্রেস কোড না মেনেই খাবার তৈরি করছিলেন—যেখানে গ্লাভস ব্যবহার তো দূরের কথা, খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের পরিবেশ অস্বাস্থ্যকর।
'স্বাস্থ্যবিধির ছিটেফোঁটাও নেই সেখানে। প্রতিষ্ঠানটিকে সতর্ক করতে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন অবিলম্বে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করেন। পরবর্তীতে একই অবস্থা পাওয়া গেলে সর্বোচ্চ আইনি শাস্তি দেওয়া হবে,' বলেন রিজভী।
Comments