‘বাকিতে সিগারেট না দেওয়ায়’ দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেললেন ক্রেতা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আমানুজ্জামান নামে এক মুদি দোকানির কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে ক্রেতার বিরুদ্ধে।
আজ মঙ্গলবার ওই দোকানির বড় ভাই নাজমুল ইসলাম দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পচামাদিয়া গ্রামে গতকাল এ ঘটনা ঘটেছে।
নাজমুল ইসলাম উল্লেখ করেছেন, অভিযুক্ত সুমন হোসেন আমানুজ্জামানের প্রতিবেশী। বাকিতে সিগারেট না দেওয়ায় এবং আগের টাকা পরিশোধ করতে বলায় বাগ-বিতণ্ডার এক পর্যায়ে সুমন এ ঘটনা ঘটিয়েছেন।
সোলাইমান আরও বলেন, 'আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওই যুবককে গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করবে।'
Comments