হবিগঞ্জে ভাতিজার ছুরির আঘাতে চাচা নিহত, আটক ২

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ভাতিজার ছুরির আঘাতে চেরাগ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহাদিরকোনা গ্রামে এই ঘটনা ঘটে।
গ্রামবাসী জানান, স্থানীয়রা জানিয়েছেন, চেরাগ আলীর সঙ্গে তার বোন নূর নাহারের দীর্ঘদিন ধরে একটি জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় সালিশে বিষয়টি মীমাংসা হলেও, আদালতে মালিকানা সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়ায় পুনরায় উত্তেজনা দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, 'এদিন দুপুরে চেরাগ আলী তার সহযোগীদের নিয়ে ওই জমিতে চাষ করতে গেলে নূর নাহার, তার স্বামী আবুল কাসেম ও ছেলে বিকাশ সেখানে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে বিকাশ রামদা দিয়ে চেরাগ আলীর ওপর হামলা চালান। হামলায় তিনি গুরুতর আহত হন।'
পুলিশ জানিয়েছে, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চেরাগ আলীর মৃত্যু হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বলেন, 'এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'
Comments