‘চাঁদাবাজির’ ৯০ হাজার টাকাসহ ছাত্রদল নেতা আটক

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক ব্যক্তিকে আটকে রেখে মুক্তিপণ দাবি করার অভিযোগে স্থানীয় ছাত্রদল নেতা জামিল চৌধুরী ও মোনায়েম খান নামে সংগঠনটির এক কর্মীকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের কাছে পাওয়া ৯০ হাজার টাকা জব্দ করা হয়।
আজ শুক্রবার ভোরে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রাম থেকে তারা আটক হন।
'তারা দুজন কালিকাপুর গ্রামে অরূপ চৌধুরী নামে এক ব্যক্তিকে আটকে রেখে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। বৃহস্পতিবার মধ্যরাতে সেনাবাহিনীর মাধবপুর ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছে ৯০ হাজার টাকা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই টাকা তারা চাঁদাবাজির মাধ্যমে আদায় করেছেন,' জানিয়েছে পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্লাহ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, 'সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে থানায় হস্তান্তর করেছে।'
তিনি আরও জানান, অভিযানের সময় আরও তিনজন—পানেল মিয়া, মো. রোকন ও নির্জন মিয়া পালিয়ে গেছেন। জামিল চৌধুরী মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অন্যজন ছাত্রদলকর্মী।
এ ব্যাপারে জানতে চাইলে হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন বলেন, 'ব্যক্তিগত কোনো অপরাধের দায় সংগঠন নেবে না।'
শহীদ উল্লাহ আরও বলেন, 'এ ঘটনায় এখনো মামলা হয়নি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অরূপ চৌধুরী নামে ওই ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধর্মন্দল গ্রামে। কালিকাপুরে তার উপস্থিতির কারণও খতিয়ে দেখা হচ্ছে।'
Comments