রাজশাহীতে কোচিং সেন্টারে যৌথ অভিযান, অস্ত্র ও বিস্ফোরকসহ আটক ৩

ছবি: সংগৃহীত

রাজশাহীর বোয়ালিয়া থানাধীন দরিখরবোনা এলাকায় একটি কোচিং সেন্টারে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, বিস্ফোরক ও যোগাযোগ সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।

আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে ভোর রাত দেড়টা থেকে 'ডক্টর ইংলিশ' নামে কোচিং সেন্টারটি ঘিরে রাখে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন—মোন্তাসেরুল আলম আনিন্দো, মো. রবিন ও মো. ফয়সাল।

এ সময় দুটি বিদেশি রিভলবার ও গুলি, একটি এয়ার গান, ছয়টি দেশীয় অস্ত্র, সামরিক মানের দূরবীন ও অপটিক্যাল স্কোপ, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, জিপিএস, টিজার গান, দেশি-বিদেশি কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, একাধিক কম্পিউটার সেট, নগদ টাকা, দেশি-বিদেশি মদ, বিস্ফোরণে ব্যবহৃত হতে পারে এমন নাইট্রোজেন কার্টিজসহ আরও অন্যান্য সরঞ্জাম, উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে আরও জানানো হয়, নাইট্রোজেন কার্টিজ বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে বিস্তারিত তদন্ত শুরু করেছে। অবৈধ অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

7h ago