ধানমন্ডি ৩২ নম্বরে আটক সেই রিকশাচালক জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে

ছবি: প্রবীর দাশ/স্টার

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট উপলক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার সেই রিকশাচালক আজিজুর রহমানকে জুলাই অভ্যুত্থানের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

সেই মামলায় আজ শনিবার ঢাকার একটি আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

আদালতে কর্মরত পুলিশের এক উপপরিদর্শক দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন এই আদেশ দিয়েছেন।

এর আগে আজিজুরকে আদালতে হাজির করে পুলিশ জামিন নামঞ্জুর করে কারাগারে আটক রাখার আবেদন করে।

গতকাল ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে উপস্থিত ছাত্র-জনতার মারধরে আহত হন আজিজুর। পরবর্তীতে পুলিশ আজিজুরকে হেফাজতে নেয়।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় মামলার বাদী আরিফুল ইসলাম নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাবমুখী মিছিলে অংশ নিয়েছিলেন। দুপুর আনুমানিক আড়াইটার দিকে আসামি (আজিজুর) গুলি চালান এবং পেট্রল বোমা ও হাতবোমা নিক্ষেপ করেন। একটি গুলি আরিফুলের পিঠে লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই মাস চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন। 

গত ২ এপ্রিল আরিফুল বাদী হয়ে ওই ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

8h ago