জোড়া খুন: কুখ্যাত ‘ছোট সাজ্জাদের’ স্ত্রী তামান্না ৩ দিনের রিমান্ডে

প্রতীকী ছবি

জোড়া খুনের মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে 'ছোট সাজ্জাদের' স্ত্রী শারমিন আখতার তামান্নার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এ আদেশ দেন।

এর আগে তামান্নাকে আদালতে হাজির করে পুলিশের সাত দিনের রিমান্ড আবেদন করে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, আসামি তালিকায় ছোট সাজ্জাদের পাশাপাশি তামান্নার নামও রয়েছে।

এর আগে ঢাকায় আরেকটি হত্যা মামলায় ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ৩০ মার্চ দিবাগত রাতে ঈদুল ফিতরের আগের দিন বাকলিয়া এক্সেস রোডে ধাওয়া করে প্রকাশ্যে গুলি চালিয়ে দুজনকে হত্যা করা হয়। সন্ত্রাসীরা মোটরসাইকেলে একটি প্রাইভেটকারকে ধাওয়া করে গুলি চালালে গাড়িচালক বখতিয়ার হোসেন মানিক (২৮) ও আব্দুল্লাহ আল রিফাত নিহত হন।

পুলিশ জানায়, প্রায় তিন কিলোমিটার পথ ধাওয়া ও গুলি চালিয়েছিল সন্ত্রাসীরা। গাড়ির ভেতরে থাকা সরওয়ারের কাছেও অস্ত্র ছিল।

হত্যাকাণ্ডের পরদিন মানিকের মা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। এজাহারে ছোট সাজ্জাদ, তার স্ত্রী তামান্না ও আরও ছয়জনকে আসামি করা হয়।

তদন্তে পুলিশ শতাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ছয়জনকে শনাক্ত করে। এর মধ্যে বেলাল ও রফিককে চন্দনাইশ ও ফটিকছড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে বেলালকে গুলি চালাতে দেখা গেছে এবং পরে সে মোটরসাইকেলে পালিয়ে যায়।

গত ১৫ মার্চ ঢাকায় ছোট সাজ্জাদ গ্রেপ্তার হলে তামান্নার একটি বিতর্কিত মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে তামান্নাকে বলতে শোনা যায়, 'আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।'

প্রসঙ্গত, গত ১০ মে রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে শারমিন আক্তার তামান্নাকে (৩৭) গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।

Comments

The Daily Star  | English

Distressed loans surge to Tk 7.56 lakh cr

Distressed loans at banks soared 59 percent to a record Tk 756,526 crore in 2024, laying bare the fragile state of the country’s financial sector.

4h ago