রিমান্ড শেষে কারাগারে মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন

হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শনিবার ঢাকা মহানগর হাকিম মো. রাকিবুল হাসান এই আদেশ দেন।
আদালত সূত্র জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় আসাদুল হক বাবু নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আজ নাসির উদ্দিনকে আদালতে হাজির করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা খান মো. এরফান।
সূত্র আরও জানিয়েছে, নাসির আদালতে জামিন চেয়ে আবেদন করেছিলেন। আবেদনপত্রে আসামিপক্ষের আইনজীবী উল্লেখ করেন, তার মক্কেলের ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই। তার দাবি, ন্যায়বিচারের স্বার্থে নাসির উদ্দিনকে জামিন দেওয়া উচিত।
ফরোয়ার্ডিং প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছেন, তিনি আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন, যা যাচাই-বাছাই চলছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নাসিরকে কারাগারে রাখার আবেদন করেন তিনি। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন খারিজ করে নাসিরকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ১৮ আগস্ট আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
Comments