আদালত ব্যবস্থাপনায় দুর্নীতি-অনিয়ম সীমা ছাড়িয়ে গেছে: গণতান্ত্রিক আইনজীবী সমিতি

সারা দেশে আদালত ব্যবস্থাপনায় দুর্নীতি-অনিয়ম সীমা ছাড়িয়ে গেছে—এমন অভিযোগ তুলেছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি।
এর প্রতিবাদে বুধবার দুপুরে সমিতির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাসান তারিক চৌধুরী বলেন, সুপ্রিম কোর্টসহ সারা দেশে আদালত ব্যবস্থাপনায় দুর্নীতি ও অনিয়ম সীমা ছাড়িয়ে গেছে। দেশের বিচারপ্রার্থীরা আশা করেছিল, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশে আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। বিচার ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার হবে। অথচ, আইনের শাসনের বদলে এখন চলছে আইনহীনতা, মব সন্ত্রাস, চরম দুর্নীতি এবং ব্যাপক চাঁদাবাজি।
তিনি বলেন, বিচারক ও অ্যাটর্নি সার্ভিসের নিয়োগে মেধার বদলে স্বজনপ্রীতি এবং নানা ধরনের কোটার বিবেচনা এখনো ব্যাপকভাবে প্রভাবিত করছে। অন্যায়ভাবে ও ঢালাওভাবে দেওয়া রাজনৈতিক মামলার আগাম জামিন বন্ধ করে রাখা হয়েছে। পেন্ডিং আপিল ও রিট আবেদন শুনানির জন্য পর্যাপ্ত বেঞ্চ নেই। সে কারণে লাখ লাখ মামলা ঝুলে আছে। সর্বোচ্চ আদালতে বেঞ্চ অফিসার এবং জেলা আদালতে কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি সীমা ছাড়িয়ে গেছে।
হাসান তারিক আরও বলেন, বার সমিতিগুলো দলীয় লেজুড়বৃত্তির নোংরা ক্ষেত্রে পরিণত হয়েছে। তাই বারগুলোর সংবিধান সংশোধন এবং বার কাউন্সিলের স্থায়ী নির্দেশনার কোনো বিকল্প নেই।
সুপ্রিম কোর্টের আইনজীবীরা নিজের কোট-গাউন রাখার জায়গা পান না। নিজের কাঁধকে হ্যাংগার বানিয়ে তারা আইন পেশা পরিচালনা করতে বাধ্য হচ্ছেন। সুপ্রিম কোর্টে একটি বহুতল বিশিষ্ট আইনজীবী সমিতি ভবন নির্মাণের দাবি সব সরকারই উপেক্ষা করেছে। অথচ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান জরাজীর্ণ ভবন যেকোনো মুহূর্তে ধসে পড়ার ঝুঁকি রয়েছে, বলেন তিনি।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রবীণ নেতা আব্দুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ঢাকা বার শাখার সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্ট বার শাখার সাধারণ সম্পাদক হুমাউন কবির, সুপ্রিম কোর্ট বার শাখার সহসভাপতি হাফিজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক রাম চন্দ্র দাস, দপ্তর সম্পাদক ইমরান হোসেনসহ অনেকে।
Comments