নির্বাচন কমিশনের নিবন্ধন পাচ্ছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে (বিএনআইপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত।
দলটির মহাসচিব মাওলানা মুহাম্মদ মুসা বিনের করা রিট আবেদনের নিষ্পত্তি করে আজ মঙ্গলবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেছিলেন মুসা।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন ও মো. ওমর ফারুক। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান এবং তাকে সহায়তা করেন আইনজীবী এএনএম আশিকুর রহমান খান।
মুনতাসির দ্য ডেইলি স্টারকে বলেন, এই রায়ের ফলে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আরও বাড়লো।
Comments