নৌকার প্রতিকৃতি তৈরি করে আলোকসজ্জা, পাবনা-৫ আসনের গোলাম ফারুক প্রিন্সকে শোকজ

গোলাম ফারুক প্রিন্স
গোলাম ফারুক প্রিন্স। ছবি: সংগৃহীত

নৌকার প্রতিকৃতি তৈরি করে আলোকসজ্জা ও বৈদ্যুতিক খুঁটিতে ফেস্টুন লাগিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা-৫ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

গতকাল শুক্রবার নির্বাচনী অনুসন্ধান কমিটির পাবনা-৫ এ দায়িত্বপ্রাপ্ত পাবনা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা জজ) মো. নাজমুল হোসেনের সই করা শোকজের চিঠি দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২০ ও ২১ ডিসেম্বর নির্বাচন অনুসন্ধান কার্য পরিচালনাকালে বিকেল থেকে রাত পর্যন্ত লাইব্রেরি বাজার এলাকায় ডিসি রোডে মাছ বাজারের সামনে ভিশন ডিস ও ইন্টানেট লাইন অফিস অবস্থিত ভবনের দোতলায়, লাইব্রেরি বাজার থেকে জজ কোর্টগামী রাস্তার ডান পাশে, আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে এবং একই রাস্তায় আটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ইছামিত নদীর ওপর অবস্থিত ব্রিজের আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নির্বাচনী প্রতীক নৌকার প্রতিকৃতি তৈরি করা হয়েছে। সেইসঙ্গে তিনি বিদ্যুৎ ব্যবহার করে আলোকসজ্জা করেছেন। এছাড়াও জজ কোর্ট হতে পাবনা শহরগামী আব্দুল হামিদ রোডের উভয়পাশে প্রায় সব বৈদ্যুতিক খুঁটিতে ফেস্টুন লাগানো হয়েছে, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১০ এর (গ) উপবিধি ও বিধি ৭ এর (১) উপ বিধি (ক) লঙ্ঘন করা হয়েছে।

শোকজে আগামী ২৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় সশরীরে নির্বাচন অনুসন্ধান কমিটির খাস কামরায় উপস্থিত হয়ে নিজে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি।

Comments

The Daily Star  | English

Newly formed BWTCC starts allocating serials of lighter vessels

The cell also cuts freight rates by up to 5%

1h ago