নির্বাচনী প্রচারে আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিকেল ৩টায় বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে জনসভা করবেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনার বরিশাল জনসভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার বরিশাল সফর করবেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বরিশালে উৎসব মুখর প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিকেল ৩টায় বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে জনসভা করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে সড়ক ডিভাইডারে রঙ করা ছাড়াও নগরীর বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাইকে চলছে প্রচার প্রচারণা।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহকে আহ্বায়ক করে ছয় সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সমন্বয় কমিটির সদস্য এ কে এম জাহাঙ্গীর দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রধানমন্ত্রীর বরিশাল আগমন উপলক্ষে বরিশালে নেতাকর্মীরা দারুণ উজ্জীবিত। আশাকরি দশ লাখ মানুষ জনসভায় অংশ নেবেন।'

জানা গেছে, প্রধানমন্ত্রীর সভায় দলীয় স্বতন্ত্র প্রার্থীরাও মঞ্চে থাকবেন।

জনসভা স্থল বঙ্গবন্ধু উদ্যান পুরোপুরি জনসভার জন্য প্রস্তুত। মঞ্চের কাজের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, প্রধানমন্ত্রী তার বক্তৃতায় নৌকা মার্কায় ভোট চাওয়ার পাশাপাশি, দক্ষিণাঞ্চলের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের অবদান তুলে ধরবেন।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজালুল করিম ডেইলি স্টারকে জানান, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত বরিশাল। প্রধানমন্ত্রীর জনসভা দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ জনসভায় পরিণত হবে।

এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ বঙ্গবন্ধু উদ্যানে জনসভা করেন।

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Prof Muhammad Yunus for a road map to reforms and the next general election.

5h ago