স্বতন্ত্র প্রার্থীর মিছিলে যাওয়ায় ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে

গতকাল রাতে কালীরহাট বাজারে এসে ব্যবসায়ী রমনীকান্ত বর্মণকে তার দোকান থেকে তুলে মারধর করেন আওয়ামী লীগ নেতা আামিনুল ও তার লোকজন।
তিস্তায় নৌকাডুবি
স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলে যাওয়ায় এক ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

গতকাল রোববার রাতে আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কালীরহাট বাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নেতা আমিনুল হক দূর্গাপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য। তিনি দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আসন্ন জাতীয় নির্বাচনে তিনি লালমনিরহাট-২ আসনে নৌকার প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের প্রচারণায় কাজ করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাতে কালীরহাট বাজারে এসে ব্যবসায়ী রমনীকান্ত বর্মণকে তার দোকান থেকে তুলে মারধর করেন আওয়ামী লীগ নেতা আামিনুল ও তার লোকজন।

রমনীকান্ত বর্মণ আসন্ন জাতীয় নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল হকের 'ঈগল' প্রতীকের কর্মী হিসেবে কাজ করছেন। তিনি পেশায় ধান ব্যবসায়ী। কালীরহাট বাজারে তার দোকান আছে।

রমনীকান্ত দ্য ডেইলি স্টারকে বলেন, 'রোববার সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় প্রায় এক হাজার লোক নিয়ে আমরা একটি মিছিল করি। কয়েক ঘণ্টার মিছিল শেষে আমি দোকানে এসে ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়ি। এসময় আমিনুল হক ৪-৫ জনকে নিয়ে এসে আমাকে দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে রাস্তার ওপরে মারধর করেন।'

'স্থানীয় লোকজন এগিয়ে না আসলে আমাকে মারধর করে আহত করে ফেলতেন। তিনি আমাকে হুমকি দিয়েছেন, ৭ জানুয়ারির পর আমাকে দেখে নেবেন। আমাকে মিথ্যা মামলাসহ বিভিন্ন বিপদে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছি,' বলেন তিনি।

জানতে চাইলে মারধর ও হুমকির অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ নেতা আমিনুল হক। রমনীকান্তের সঙ্গে শুধু বাকবতিন্ডা হয়েছে বলে দাবি করেন তিনি।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন-নবী দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল রাতে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে পুলিশ আইনী ব্যবস্থা নেবে।'

Comments

The Daily Star  | English

Former DMP commissioner Asaduzzaman Mia arrested

Rapid Action Battalion has arrested former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia from the capital's Mohakhali area

3h ago