আজ বিকেল ৩টায় ফরিদপুরে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণার সফরে আজ মঙ্গলবার ফরিদপুরে আসছেন। বিকেল ৩টার দিকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তার ভাষণ দেওয়ার কথা আছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফরিদপুরে ব্যাপক আয়োজন করা হয়েছে। জনসভা উপলক্ষে সাজানো হয়েছে সরকারি রাজেন্দ্র কলেজের মাঠ। মাঠের একদিকে স্থায়ী মঞ্চ ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। নারী ও পুরুষদের বসার জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জনসভা মাঠের বাইরে ফরিদপুর শহরেও প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠের আশপাশের এলাকাজুড়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে মাইক (লাউড স্পিকার) লাগানো হয়েছে। শহরের রাস্তা পরিষ্কার করা হয়েছে। ফরিদপুর পৌরসভার উদ্যোগে সড়কের পাশের গাছের নিচের অংশে রঙ করা হচ্ছে। সেই সঙ্গে সড়ক বিভাজকে রঙ করা, ড্রেন ও রাস্তা মেরামত করা হয়েছে।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে মাঠে ৫০ হাজার দর্শক-শ্রোতাসহ সড়ক এবং আশেপাশের এলাকায় মোট এক লাখ লোকের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।'
তিনি জানান, সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী শামীম হক। সভায় ফরিদপুরের বাকি তিন সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের উপস্থিত থাকার কথা আছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর শহরে সর্বশেষ এসেছিলেন ২০১৭ সালের ২৯ মার্চ। ওইদিন বিকেলে তিনি রাজেন্দ্র কলেজ মাঠেই বক্তব্য দিয়েছিলেন। ছয় বছর নয় মাস পর আজ আবার ফরিদপুর শহরে আসছেন প্রধানমন্ত্রী।
Comments