ভোটারদের কেন্দ্রে যেতে জোর করা হচ্ছে না: বিদেশি কূটনীতিকদের সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বিদেশি কূটনীতিকদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উৎসাহিত করছে, কিন্তু তাদের ভোটকেন্দ্রে যেতে জোরারোপ করছে না।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন। ছবি: স্টার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বিদেশি কূটনীতিকদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উৎসাহিত করছে, কিন্তু তাদের ভোটকেন্দ্রে যেতে জোরারোপ করছে না।

নির্বাচন বর্জনকারী দলগুলো ভোটারদের কেন্দ্রে যেতে মানা করেছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানান।

সিইসি বলেন, 'এটি অন্য কিছু।'

৭ জানুয়ারি নির্বাচনের দিন ভোটারদের জোরপূর্বক কেন্দ্রে নিতে সরকার বা ইসির এমন কোনো উদ্যোগ আছে কি না, এক বিদেশি কূটনীতিক তা জানতে চাইলে এ মন্তব্য করেন সিইসি।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করে নির্বাচন কমিশন।

সিইসি বলেন, 'বিদেশি কূটনীতিকরা বিভিন্ন সময় ইসি পরিদর্শন করেছেন, বৈঠক করেছেন। সেসময় তারা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেছেন।'

'সেজন্য নির্বাচনের আগে চূড়ান্ত প্রস্তুতির বিষয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করা উচিত বলে মনে করেছে ইসি', বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, 'প্রায় ৮ লাখ সরকারি কর্মকর্তা ভোটগ্রহণ কার্যক্রমে নিয়োজিত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ৮ লাখ সদস্য মোতায়েন থাকবে।'

এ ছাড়া, এক লাখ অতিরিক্ত সরকারি কর্মকর্তা স্ট্যান্ডবাই থাকবে বলেও জানান তিনি।

ভোটের দিন সহিংসতার সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে সিইসি বলেন, 'এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না।'

ব্রিফিংয়ে অন্যান্য নির্বাচন কমিশনার ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

Comments