খাগড়াছড়ির এডিসির গাড়িতে ইট–পাটকেল নিক্ষেপ

এডিসি জুনায়েদ কবির এ সময় সংসদ নির্বাচনের প্রশাসনিক দায়িত্ব পালনের উদ্দেশে খাগড়াছড়ি জেলা সদর থেকে দীঘিনালা উপজেলা যাচ্ছিলেন।
এডিসির গাড়ি
হামলায় এডিসির গাড়ির পেছনের কাঁচ ভেঙে গেছে। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. জুনায়েদ কবির সোহাগের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার সকাল ১১টায় খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের জামতলী সুপারি বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

এডিসি জুনায়েদ কবির এ সময় সংসদ নির্বাচনের প্রশাসনিক দায়িত্ব পালনের উদ্দেশে খাগড়াছড়ি জেলা সদর থেকে দীঘিনালা উপজেলা যাচ্ছিলেন।

হামলায় এডিসির গাড়ির পেছনের কাঁচ ভাঙলেও, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এডিসির নিরাপত্তা নিশ্চিত করেছে। বর্তমানে পুরো এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো রয়েছে।

জানতে চাইলে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ডেইলি স্টারকে বলেন, 'নির্বাচনী কাজে এডিসি জুনায়েদ কবির সোহাগ দীঘিনালা যাওয়ার সময় সুপারি বাগান এলাকায় গাড়ি লক্ষ্য করে ইট–পাটকেল নিক্ষেপ করলে গাড়ির গ্লাস ভেঙে যায়। তবে এতে কেউ আহত হয়নি।'

Comments