কেন্দ্রে আসা ঠেকাতে ভোটারদের ভয় দেখানো হচ্ছে: চুন্নু
কেন্দ্রে আসা ঠেকাতে কিছু জায়গায় কোনো কোনো মহল থেকে ভোটারদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
আজ রোববার সকালে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
চুন্নু বলেন, 'ভোটের পরিবেশ কী বলা মুশকিল। একে তো মানুষ সেন্টারের প্রতি বিমুখ। এর মধ্যে গতকাল রাতে দুএকটা ঘটনা ঘটেছে এই এলাকায়। ভোটার উপস্থিতি ব্যাপকভাবে হয়নি, তবে আসছে।'
সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, 'ভোটারদের কিছু কিছু জায়গায় কোনো কোনো মহল থেকে ভয়-ভীতি দেখানো হচ্ছে, যাতে ভোটাররা না আসে। আমরা রাতেই খবর পেয়েছি গ্রামে গ্রামে গিয়ে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমি যোগাযোগ করে বলেছি এগুলো খেয়াল করার জন্য।'
আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো জানিয়ে জাপা মহাসচিব বলেন, 'যেটা দেখলাম আমি এসে; আমি তো নির্বাচন করছি আরও অনেক আগে থেকে, এবার যারা স্বতন্ত্র প্রার্থী আছেন, টাকার এত ছড়াছড়ি! ব্যাপকভাবে টাকার ছড়াছড়ি হয়েছে। এই লক্ষণটা সুষ্ঠু ভোটের জন্য ভালো নয়।'
Comments