নারায়ণগঞ্জ ১

‘ইচ্ছাকৃত’ ধীরগতি: ১০ মিনিটে ২ ভোট

রূপগঞ্জের বনিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের দীর্ঘ লাইন। ছবি: প্রবীর দাশ/স্টার

নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসনের তিনটি কেন্দ্রে ইচ্ছাকৃতভাবে ধীরগতিতে ভোট নেওয়ার অভিযোগ উঠেছে।

সরেজমিনে রূপগঞ্জের বনিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুলতার আদর্শ উচ্চ বিদ্যালয় ও কালাদী শাহজাহান উদ্দিন জামেয়া ই ইসলামিয়া কামিল মাদ্রাসা ঘুরে ভোটারদের কাছ থেকে এ অভিযোগ পাওয়া যায়।

বনিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার জন্য এক ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করেছেন গৃহবধূ নুরজাহান বেগম (৫৮)। তবু তিনি সারিতে ৩০ জন নারীর পেছনে রয়েছেন।

'এত ধীরগতিতে ভোট নেওয়া হচ্ছে যে, ভোট কক্ষে কখন প্রবেশ করতে পারব জানি না,' বলেন তিনি।

আরও কয়েকজন নারী ভোটার একই কথা জানান।

সালমা বেগম বলেন, 'সকাল সাড়ে ৯টায় আমি স্কুল মাঠে আসি। ভেবেছিলাম ভোট দিয়ে বাসায় গিয়ে রান্না বান্না করব। কিন্তু সকাল ১১টায়ও আমি ১৫ জন ভোটারের পেছনে।'

নুরজাহান বেগম অভিযোগ করে বলেন, 'তারা বোধ হয় ইচ্ছা করে এত বেশি সময় নিচ্ছেন, যাতে আমরা ভোট না দিয়ে বাড়ি ফিরে যাই।'

একটি ভোটকক্ষে ঢুকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক দেখেন, ১০ মিনিটে মাত্র ২টি ভোট হয়েছে।

জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জসিম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, 'ভোট প্রক্রিয়া দ্রুত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু নারী ভোটাররা ভোট দিতে অনেক বেশি সময় নিচ্ছেন।'

এই কেন্দ্রে পুরুষ ও নারী মিলিয়ে ২৬৬২ জন ভোটার রয়েছেন।

ভোট গ্রহণ ধীরগতিতে হলেও সকাল ১০টা পর্যন্ত ১০ শতাংশ ভোট পড়েছে বলে প্রিসাইডিং অফিসার জানিয়েছেন।

ভোটগ্রহণের ধীরগতি দেখা গেছে ভুলতার আদর্শ উচ্চ বিদ্যালয়েও। এ কেন্দ্র ঘুরে সরেজমিনে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক দেখেন, ৩টি ভোট দিতে ১০ মিনিট সময় লাগছে।

Comments

The Daily Star  | English

KUET withdraws expulsion of 37 Students, reopens halls

Academic classes are scheduled to resume on May 4

5m ago