রংপুর সিটি নির্বাচন

নারী ভোটারের ভিড়, পুরুষের উপস্থিতি কম

রংপুর সিটি নির্বাচন
রংপুর সিটির ২৬ নং ওয়ার্ডের নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নারী ভোটারদের ভিড় দেখা গেছে। ছবি: এস দিলীপ রায়

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নগরীর ৩৩টি ওয়ার্ডের ২২৯টি কেন্দ্রে নারী ভোটারদের ভিড় বেশি দেখা গেছে। তবে, পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।

এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৩০২ জন এবং নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন।

২৬ নং ওয়ার্ডের নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নাসিমুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই কেন্দ্রে নারী ভোটার ১ হাজার ৯৯১ জন। দুপুর ১২টা পর্যন্ত ৫২০ জন ভোট দিয়েছেন। নারী ভোটারদের সকাল থেকে লাইনে দাঁড়িয়ে সিরিয়ালি ভোট দিচ্ছেন। নারী ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। আশা করছি ৬৫-৭০ শতাংশ নারী ভোট দিতে পারবেন।'

একই বিদ্যালয়ের পুরুষ ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, 'আমার কেন্দ্রে পুরুষ ভোটার ১ হাজার ৮৯১ জন। দুপুর ১২টা পর্যন্ত ২৪৫ জন ভোট দিয়েছেন। পুরুষ ভোটারের উপস্থিতি একটু কম। পুরুষ ভোটাররা সকাল কাজে ব্যস্ত থাকেন, এজন্য হয়তো উপস্থিতি কম। দুপুর ১টার পর তাদের উপস্থিতি বাড়বে। ৬০-৬৫ শতাংশ পুরুষ ভোটার ভোট দেবেন বলে আমি মনে করি।'

নূরপুর ভোট দিতে আসা খালেদা বেগম (৫০) বলেন, 'সকালে আমার স্বামী রিকশা নিয়ে বাইরে গেছেন। সকাল ৯টায় আমি ভোট দিয়েছি। আমার স্বামী দুপুর ২টার পর বাড়িতে ফিরে ভোট কেন্দ্রে আসবেন।'

Comments

The Daily Star  | English
Bangladesh police lethal weapons stock

Bangladesh Police: Equipped to inflict heavy casualties

Police arms records show the brutal truth behind the July killings; the force bought 7 times more lethal weapons than non-lethal ones in 2021-23

11h ago