ঢাকা-১৭ আসনের উপনির্বাচন

‘আমি কোন প্রার্থীর এজেন্ট?’

মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। ছবি: রাশেদ সুমন/স্টার

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ভোটকক্ষে নির্বাচনী প্রতীকের ব্যাজ পরে পোলিং এজেন্টদের আনাগোনা দেখা গেছে।

আজ সোমবার সকাল ৯টার দিকে গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটকক্ষের ভেতরে বেশ কয়েকজন পোলিং এজেন্ট অবস্থান করছিলেন।

ভোটকেন্দ্রের ২ নম্বর বুথের ভেতরে একজনের কাছে পরিচয় জানতে চাইলে তিনি জানান, তার নাম হুমায়ূন। তিনি স্বেচ্ছাসেবক লীগের কর্মী।

তিনি কেন ভোটকক্ষের ভেতরে ঢুকেছেন জানতে চাইলে কোনো জবাব দেননি তিনি। পাশ থেকে গলায় নৌকায় কার্ড থাকা আরেকজন বলেন, 'উনি (হুমায়ূন) হিরো আলমের পোলিং এজেন্ট।'

তবে হুমায়ূনের কাছে আবারও তার প্রার্থীর নাম ও প্রতীক জিজ্ঞেস করা হলে, তিনি কোনো উত্তর দিতে পারেননি।

পরে ভোটকক্ষের বাইরে এসে হুমায়ূন নৌকার ব্যাজ পরিহিত একজনকে জিজ্ঞেস করেন, 'আমি কোন প্রার্থীর এজেন্ট?' জবাবে তিনি বলেন, 'আপনি (হুমায়ূন) হিরো আলমের এজেন্ট হিসেবে কাজ করছেন।'

সরেজমিনে আরও ৩টি কেন্দ্র পরিদর্শন করে একই ঘটনা দেখা গেছে। নিজেদের হিরো আলমের পোলিং এজেন্ট দাবি করা অনেকেই তার নির্বাচনী প্রতীক বলতে পারছেন না।

এছাড়া বেশ কয়েকটি ভোটকেন্দ্রে নৌকার ব্যাজ পরে ভোটকক্ষের ভেতরে ও বাইরে অনেককে ঘোরাঘুরি করতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুশান্ত কুমার সরকার ডেইলি স্টারকে বলেন, 'কেন্দ্রে নির্বাচনী প্রতীকের ব্যাজ পরে প্রবেশ করা যায় না।'

পরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্বাচনী প্রতীকের ব্যাজ পরে কাউকে ভোটকেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশ দেন।

গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ৫৭৭ জন বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার সুশান্ত কুমার।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত এই আসনে ভোটকেন্দ্র আছে ১২৫টি এবং ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।

এই আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে দ্বাদশ সংসদ নির্বাচনের ৫ মাস আগে এ উপনির্বাচন হচ্ছে।

১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে।

এ আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন ৮ জন। তাদের মধ্যে দলীয় প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন।

আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম (হিরো আলম) এবং মো. তারিকুল ইসলাম।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

Bangladesh Bank purchased another $313 million from 22 commercial banks in an auction yesterday, reacting to the sharp drop in the US dollar rate.

7h ago