ভোটের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিল ইসি
নির্বাচনের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিতে নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'নির্বাচনের সময় শর্তসাপেক্ষে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।'
আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি।
গত এপ্রিলে সাংবাদিক নীতিমালা জারি করে নির্বাচন কমিশন ভোটে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেয়।
এরপর থেকেই সাংবাদিকরা এর বিরুদ্ধে ক্ষোভ জানায়।
এর আগে ২৫ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ নীতিমালা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে নির্বাচনের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞায় পরিবর্তন আসতে পারে বলে জানান তিনি।
Comments