আ. লীগ নেতৃত্বাধীন জোটের ব্যানারে নির্বাচনে অংশ নেবে ইসলামী ঐক্যজোট

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট (আইওজে)।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী এ ঘোষণা দেন।
তিনি জানান, যেহেতু তাদের দল নির্বাচন কমিশনে নিবন্ধিত দল নয়, তাই তারা ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের ব্যানারে ৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিএনপিসহ অন্যান্য দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনের তফসিল পেছানোর দাবিও জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশ ইসলামী ঐক্যজোট।
একইসঙ্গে চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান ঐক্যজোটের চেয়ারম্যান।
আগামী নির্বাচন একতরফা হবে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন মিছবাহুর রহমান চৌধুরী।
তবে সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখতেই আগামী নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন তিনি।
এজন্য ইসলামী ঐক্যজোট নির্বাচনে অংশ নেবে বলে জানান মিছবাহুর রহমান।
Comments