শরীয়তপুর-১

‘৭ তারিখে যদি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করি তাহলে আমরা মানুষ না’

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন অপু
শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। ছবি: স্টার

শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, '৭ তারিখে যদি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করি তাহলে আমরা মানুষ না। তাই সেদিন ভোটকেন্দ্রে গিয়ে কিছুটা হলেও শেখ হাসিনার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।'

গতকাল বুধবার রাতে সদর উপজেলার গঙ্গানগর এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

নৌকার প্রার্থী ইকবাল হোসেন বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৪ বছর কারাগারে কাটিয়েছেন। অনেকবার তাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। তিনি সবেমাত্র হাসি ফোটানো শুরু করেছিলেন। কিন্তু ঘাতকরা তাকে তা করতে দেয়নি। জিয়াউর রহমানরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারসহ বঙ্গবন্ধুকে নির্মম্ভাবে হত্যা করলো। তারপরেই বাংলাদেশ পিছিয়ে গেল।

'সেই বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা শেখ হাসিনা আজ ঘরে ঘরে মানুষকে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। এই শরীয়তপুরের প্রতিটি মানুষের, নারী হোক, পুরুষ হোক, শিশু হোক আর বৃদ্ধ হোক প্রতিটি মানুষের ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে ভোটটা দেওয়া উচিত। এটা সবার ঈমানী দায়িত্ব। যে ঈমানী দায়িত্ব পালন করবে না সে মানুষ না, সে মানুষ হতে পারে না। কারণ কৃতজ্ঞতা যারা প্রকাশ করেনা, সে হিন্দু হোক আর মুসলমান হোক। যে হিন্দু ধর্মে উপাসনা করে তার উপাসনা কাজে লাগবেনা। যে মুসলমান সে নামাজ পড়ুক তার নামাজ কাজে লাগবে না। আর এটাই সত্য,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'আজ প্রধানমন্ত্রীর জন্য আমরা বৃদ্ধ ভাতা পেয়েছি, যার ঘর ছিল না ঘর পেয়েছে। তার জন্য কি আমাদেরকে কৃতজ্ঞতা করা উচিত নাকি উচিত না? আমাদের শপথ করা উচিত যে পরিবার ও প্রতিবেশীদের নিয়ে সাথে ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যাব। ভোটকেন্দ্রে গিয়ে যদি ভোট না দেই তাহলে কৃতজ্ঞতা প্রকাশ হলো না। তখন আমি মোনাফেক হলাম। এখন মোনাফিক হয়ে মরবেন নাকি ঈমানদার হয়ে মরবেন প্রশ্ন আপনাদের কাছে রাখলাম।'

'৭ তারিখে যদি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করি তাহলে আমরা মানুষ না। তাই সেদিন ভোটকেন্দ্রে গিয়ে কিছুটা হলেও শেখ হাসিনার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত,' বলেন তিনি।

আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অবদান উল্লেখ করে তিনি আরও বলেন, 'এই আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে, এই আওয়ামী লীগ ভাষা আন্দোলন-সংগ্রাম করেছে, আওয়ামী লীগ গণতন্ত্র এনে দিয়েছে, দুই বছর করোনা ছিল, সারা পৃথিবী স্তম্ভিত হয়ে গিয়েছিল কিন্তু জননেত্রী শেখ হাসিনা তার কর্মীদের নির্দেশ দিয়েছে 'এ আওয়ামী লীগ, এ ছাত্রলীগ, এ যুবলীগ, হে কৃষকলীগ তোমরা ঘরে থাকবা না আমার একটিও মানুষ যেন অনাহারে, বিনা চিকিৎসায় যাতে মৃত্যুবরণ না করতে পারে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে খোঁজ নিয়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, চাষী ভাইদের হাত বাড়িয়ে দিয়েছে।'

উল্লেখ্য শৌলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর মুন্সি সভাপতিত্বে এই পথসভা আয়োজন করেন ঢাকা মহানগর উওর আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন ঢালী।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago