পটুয়াখালী পৌর নির্বাচনে মেয়র পদে জয়ী মহিউদ্দিন

পটুয়াখালী পৌর নির্বাচনে মেয়র পদে টানা দ্বিতীয়বার বিজয়ী হয়েছেন মহিউদ্দিন আহমেদ।
বেসরকারি ফলাফলে জগ মার্কায় তিনি পেয়েছেন ২১ হাজার ৭৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক মেয়র ডা. মো. শফিকুল ইসলাম মোবাইল মার্কায় পেয়েছেন ১০ হাজার ৫৫২ ভোট।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার খান আবি শাহনুর খান বিষয়টি নিশ্চিত করেন।
আজ শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ৯টি ওয়ার্ডের ২৪টি ভোটকেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়।
Comments