কুষ্টিয়ায় ইউপি নির্বাচন: বিজয়ী নির্ধারণ হবে লটারিতে

রিফায়েতপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদের উপনির্বাচনে একটি ভোটকেন্দ্র। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরের রিফায়েতপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদের উপনির্বাচনে দুজন প্রার্থী সর্বোচ্চ ভোট পেয়েছেন। ফলে, বিজয়ী নির্ধারণে লটারি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।

নির্বাচন কর্মকর্তাদের ভাষ্য, এটি একটি বিরল ঘটনা।

২০২৩ সালের ১৪ অক্টোবর রিফায়েতপুরের চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু মারা গেলে পদটি শূন্য হয়। শনিবার ওই পদে নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে ২৫ হাজার ৮৪৬ জন ভোটারের মধ্যে ১৭ হাজার ৯২৬ জন ভোট দেন।

রিটার্নিং কর্মকর্তা অঞ্জন কুমার মণ্ডলের ঘোষিত ফলাফল অনুযায়ী, ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান বিশ্বাস ও মোটরসাইকেল প্রতীকের ফারুক আলম সর্বোচ্চ ও সমান সংখ্যক ভোট পান। তাদের দুজনেরই প্রাপ্ত ভোট ৬ হাজার ১৩৩।

এ ছাড়া, জামিরুল ইসলাম আনারস প্রতীকে ৪ হাজার ৯১৩ ভোট পেয়েছে। বাকি দুই প্রার্থীর ভোট সংখ্যা হাজারের নিচে।

কুষ্টিয়া জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনছার দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখন লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। আর সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীর মতামত নিয়ে লটারির প্রক্রিয়া নির্ধারিত হবে।'

তিনি বলেন, 'প্রার্থীরা চাইলে দুজনের নাম লিখে বাক্সে রেখে নিরপেক্ষ কারো চোখ বেঁধে তোলানো হবে, কিংবা শিশুদেরও ব্যবহার করা যেতে পারে। তবে দুই প্রার্থী যা চাইবেন, তাই হবে।'

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

2h ago