ইসির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি

election commission ds
নির্বাচন ভবন | সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল।

‌আজ রোববার বিকেল সাড়ে ৩টায় আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে আছেন প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং অবসরারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

এছাড়াও অংশ নিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

বিএনপির প্রতিনিধি দলে আছেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।

গত নভেম্বরে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনাররা নতুন দায়িত্ব নেওয়ার পর এটিই বিএনপির সঙ্গে প্রথম বৈঠক।

সূত্র জানায়, বিএনপির প্রতিনিধি দল নির্বাচন ভবনে প্রবেশ করেই বিকাল ৩টার পর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তার চেম্বারে সাক্ষাৎ করেন।

বৈঠকে যোগ দেয়ার আগে সালাহ উদ্দিন আহমেদ বলেন, 'জাতীয় নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলাপ করতেই আমরা এখানে এসেছি। কমিশনের সংসদ নির্বাচন সংক্রান্ত কাজ-কর্মের বিষয়াদি সম্পর্কে আমরা অবহিত হতে চাই।'

Comments

The Daily Star  | English

3 killed in Iranian missile strike on southern Israel, says MDA

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

2d ago