ওসি মনিরুলের অবৈধ সম্পদের অভিযোগ তদন্তে দুদক

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ১৭ আগস্ট দুদক পরিচালক উত্তম কুমার মণ্ডলের সই করা এক চিঠিতে এই তথ্য জানা গেছে।

দুদক মহাপরিচালকে (বিশেষ তদন্ত) এই তদন্ত শুরুর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১০ আগস্ট দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওসি মনিরুল অবৈধভাবে ভবন ও প্লটসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।

রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে তিনি একজন মুক্তিযোদ্ধার ভবন দখল করেছেন— এমন অভিযোগও সামনে এসেছে বলে প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওসি মনিরুল প্রথম আলো প্রতিবেদনে করা অভিযোগ অস্বীকার করে প্রতিবাদ পাঠান। সংবাদপত্রটি প্রাসঙ্গিক নথিসহ এই প্রতিবাদ প্রকাশ করে।

 

Comments