চা বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার চা বাগানের মালিকদের সঙ্গে বৈঠক করবেন।
ছেবি: শেখ নাসির/ স্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার চা বাগানের মালিকদের সঙ্গে বৈঠক করবেন।

শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হবে।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ধর্মঘটের ১৩তম দিনে আজকেও 'চায়ের রাজধানী' হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সব চা-বাগানে কাজ বন্ধ রয়েছে। সকাল থেকে বিভিন্ন চা বাগানে সভা–সমাবেশ হয়েছে।

খেজুরিছড়া চা বাগানে শিক্ষার্থীরা শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করার দাবিতে ২ ঘণ্টা ক্লাস বর্জন করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।

 

Comments