‘গুম’ হওয়ার ৯ মাস পর ফিরে এলেন মাছচাষ বিশেষজ্ঞ ডলার

ডলার
ইমাম মাহাদী হাসান ডলার। ছবি: সংগৃহীত

'গুম' হওয়ার প্রায় সাড়ে ৯ মাস পর পরিবারের কাছে ফিরে এসেছেন মাছচাষ বিশেষজ্ঞ ইমাম মাহাদী হাসান ডলার।

আজ সোমবার রাত ৯টার দিকে তার স্ত্রী মমতা হেনা পিংকি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার সন্ধ্যার দিকে ডলার ফিরেছেন বলে জানান তিনি।

গত বছরের নভেম্বরে ইমাম মাহাদী হাসান ডলার 'গুম' হয়েছিলেন বলে তার পরিবার দাবি করেছিল।

মমতা হেনা পিংকি বলেন, 'আমার স্বামী মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন। আপাতত তিনি কারও সঙ্গে তেমন কথা বলছেন না।'

ডলার কোথায় আছেন জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে বলতে রাজি হননি।

ডলারের স্ত্রী বলেন, 'পরিবারের পক্ষ থেকে ডলারের চিকিৎসা করা হচ্ছে এবং তিনি কিছুদিন একা থাকতে চেয়েছেন।'

'তিনি যে শার্ট পরে বাসা থেকে বের হয়েছিলেন, সেই একই শার্ট পরে ফিরে এসেছেন। শুধু ট্রাউজার পরিবর্তন হয়েছে। চুল ছোট হয়েছে এবং দাড়ি আগের মতোই খোঁচাখোঁচা অবস্থায় আছে,' বলেন তিনি। 

এর আগে গত ৪ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করে ডলারের স্ত্রী মমতা হেনা পিংকি সাংবাদিকদের জানান, ডলারকে গত বছরের ৬ নভেম্বর ময়মনসিংহ থেকে সাদা পোশাক পরা কয়েকজন তুলে নিয়ে যায়।

ওই ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেছিলেন, '৪-৫ জন ডলারকে ধরে একটি মাইক্রোবাসে উঠায় এবং সেখান থেকে চলে যায়। তাদের সঙ্গে আরও ২টি মোটরসাইকেল ছিল। তারা সবাই সাদা পোশাকে ছিলেন। ঘটনাটি ঘটে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে।'

এরপর তারা ফুলবাড়িয়া থানা ও ময়মনসিংহের সিআইডি কার্যালয়ে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন এবং স্বামী নিখোঁজের ১ সপ্তাহ পর তিনি ময়মনসিংহ ডিবি কার্যালয়ে যান বলেও জানিয়েছেন।

 

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

1h ago