‘হৃদয়ের দাবি রাখো’

লাক্কাতুরা চা-বাগানের ভেতর জরাজীর্ণ মাটির ঘরের সামনে এক চা-শ্রমিক পরিবার। ছবি: মিন্টু দেশোয়ারা/স্টার

মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত চা-শ্রমিকদের সঙ্গে আগামীকাল শনিবার বিকেলে ভিডিও কনফারেন্সে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে হবে সেই অনুষ্ঠান।

ছবি: মিন্টু দেশোয়ারা/স্টার

এর আগে, গত ২৭ আগস্ট বিকেলে চা–বাগানমালিকদের সঙ্গে গণভবনে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। সেসময় চা–শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করে দেন তিনি। এতে চা-শ্রমিকরা হতাশ হলেও নেতাদের সিদ্ধান্তে কাজে ফিরে যান।

ছবি: মিন্টু দেশোয়ারা/স্টার

তবে এবার চা-শ্রমিকদের সামনে সুযোগ এসেছে বলার। লাক্কাতুরা চা-বাগানের শ্রমিকরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন চা-শিল্পের ১৬৮ বছরের দাসত্ব জীবন বঞ্চনার করুণ ইতিহাস।

ছবি: মিন্টু দেশোয়ারা/স্টার

 

Comments

The Daily Star  | English
asif nazrul election statement

'We will leave in February'

'We're determined to hold the election in February,' says Asif Nazrul

5h ago