কাফরুলে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে বিমান বাহিনীর কর্মকর্তার মৃত্যু
রাজধানীর কাফরুলে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে উইং কমান্ডার এস কে মহিউদ্দিন এ কাদির (৪৮) নামে বিমান বাহিনীর এক কর্মকর্তা মারা গেছেন।
শনিবার বিকেলে কাফরুল ব্রিজের পাশের একটি ভবনের ছাদ থেকে পড়ে মারা যান তিনি।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তাকে উদ্ধার করে ঢাকা সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওসি বলেন, 'ভবনটিতে তার বাসা ছিল না। ঘটনাটি তদন্তের জন্য ভবনটির সিসিটিভি ফুটেজ, রাস্তার সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।'
Comments