ভারতে প্রতিযোগিতামূলক দামে মানসম্পন্ন পণ্য সরবরাহে বাংলাদেশ প্রস্তুত: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

বাংলাদেশের অবকাঠামো প্রকল্প, উৎপাদন, জ্বালানি ও পরিবহন খাতে বিনিয়োগের জন্য ভারতীয় বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি পরামর্শ দেন, ভারতীয় বিনিয়োগকারী ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সময় ও ব্যয় কমিয়ে বাই-ব্যাক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শিল্প কারখানা স্থাপন করতে পারে।

শেখ হাসিনা ভারতীয় আমদানিকারকদেরকে বাংলাদেশের পণ্য আমদানিরও আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে উন্নত উৎপাদন সক্ষমতা নিয়ে ভারতের বাজারে প্রতিযোগিতামূলক দামে মানসম্পন্ন পণ্য সরবরাহে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

নয়াদিল্লিতে হোটেল আইটিসি মৌর্য শেরাটনে ভারতীয় ও বাংলাদেশি শিল্পপতি ও ব্যবসায়ীদের একটি ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে শেখ হাসিনা বলেন, 'আমরা ভারতীয় আমদানিকারকদের আমন্ত্রণ জানাই, আপনারা দূরের দেশ থেকে উচ্চমূল্যে যেসব পণ্য আমদানি করেন, সেগুলো বাংলাদেশ থেকে নিন।'

তিনি আরও বলেন, 'প্রকৃতপক্ষে, ভারতীয় ব্যবসায়ীদের জন্য এখনই উপযুক্ত সময় বাংলাদেশে ফোকাস করার এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কম খরচ ও বিশাল ভোক্তা বাজারের সুবিধা নেওয়ার।'

Comments

The Daily Star  | English
Fuel prices cut

Fuel prices cut by Tk 1 per litre

Tk 104 for diesel and kerosene, Tk 121 for petrol, and Tk 125 for octane

21m ago