রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু: বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ শুক্রবার থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ সময় বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ভবন ও বিদেশস্থ বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
বাকিংহাম প্যালেসের বিবৃতির বরাতে গতকাল বিবিসি জানায়, স্থানীয় সময় বিকেলে যুক্তরাজ্যের স্কটল্যান্ডে অ্যাবারডিনশায়ারে নিজস্ব বাসভবন বালমোর্যাল ক্যাসলে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন।
তার মৃত্যুর পর ব্রিটেনের নতুন রাজা হচ্ছেন জ্যেষ্ঠ পুত্র চার্লস।
রানি এলিজাবেথের জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ারে। পিতা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর।
Comments