বাংলাদেশ

বাঁশখালীতে চা গবেষণা খামার উদ্বোধন

গবেষণার মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের চা বাগানগুলোতে উন্নত প্রযুক্তি সরবরাহ, বৈজ্ঞানিক পরামর্শ প্রদান ও সেবা পৌঁছে দিতে চট্টগ্রামের বাশঁখালীতে ‘চা গবেষণা খামার’ চালু করেছে বাংলাদেশ চা বোর্ড।
চা গবেষণা খামার উদ্বোধন করেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম। ছবি: সংগৃহীত

গবেষণার মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের চা বাগানগুলোতে উন্নত প্রযুক্তি সরবরাহ, বৈজ্ঞানিক পরামর্শ প্রদান ও সেবা পৌঁছে দিতে চট্টগ্রামের বাশঁখালীতে 'চা গবেষণা খামার' চালু করেছে বাংলাদেশ চা বোর্ড।

চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম আজ শুক্রবার চা গবেষণা খামারের অফিস ভবন উদ্বোধন করেন। 

এর মাধ্যমে চট্টগ্রামের বাশঁখালী উপজেলায় চাঁদপুর বেলগাঁও চা বাগান সংলগ্ন চা বোর্ডের নিজস্ব জমিতে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের অঞ্চলভিত্তিক গবেষণা খামারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

চা বোর্ডের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম বলেন, 'এ গবেষণা খামারে উন্নত জাতের ক্লোন ট্রায়াল ও চা চারা উৎপাদন করে বাগানে বিতরণ করা হবে। এছাড়াও খামার থেকে বাগানগুলোতে প্রযুক্তিগত সহায়তা প্রদান, বৈজ্ঞানিক পরামর্শ ও প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।'

এ সময় বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, ভারপ্রাপ্ত সচিব মোহাম্মাদ রুহুল আমীন, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল আজিজ, ড. তৌফিক আহম্মদ, চা বোর্ডের কর্মকর্তারা, বাগানের ম্যানেজার, কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Comments