উচ্চমানের শিক্ষায় নিজেদের গড়ে তুলতে যুবসমাজের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরের জন্য যুবসমাজকে জাতির ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য তিনি তাদের উচ্চমানের শিক্ষায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরের জন্য যুবসমাজকে জাতির 'সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার' হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য তিনি তাদের উচ্চমানের শিক্ষায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, 'একটি জাতির জন্য যুবসমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি চাই যুবকরা প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে উচ্চ মানের হোক। আমাদের যুবসমাজ আমাদের জন্য একটি বড় শক্তি এবং তারাই বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে পারে।'

আজ রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত 'শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার এওয়ার্ড-২০২২' প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

গণভবন থেকে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'পৃথিবীর অনেক দেশ এখন বয়োবৃদ্ধদের দেশে পরিণত হয়েছে। আমরা সেটা হতে চাই না। কাজেই আমাদের এই যুবসমাজই পারবে সারা বাংলাদেশটাকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন পূরণ করতে।'

যুবসমাজ সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে শেখ হাসিনা আরও বলেন, 'আমাদের যুবসমাজ মানুষের সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবে, নিজেদের আর্থ-সামাজিক উন্নতি করবে, পরিবারকে সহায়তা করবে।'

যুবসমাজকে সুশিক্ষিত করতে ক্ষমতায় এসেই আওয়ামী লীগ কাজ শুরু করেছিল বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'করোনার মাঝে যুবসমাজই সবার আগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, যা পুরো জাতির জন্য উৎসাহের কারণ।'

প্রধানমন্ত্রী তার বক্তব্যে যুবসমাজের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর যেসব পদক্ষেপ নিয়েছিলেন সেগুলোর কথা উল্লেখ করেন। বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যুব সমাজের সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে সরকার তরুণদের উন্নয়নে যথাযথ শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থাসহ সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করেছে।'

প্রধানমন্ত্রী জানান, তার সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে, যেন যুবকরা ব্যাংক থেকে ঋণ নিয়ে চাকরির জন্য বিদেশে যেতে পারে এবং এইভাবে তারা তাদের পৈতৃক সম্পত্তি ও জিনিসপত্র সংরক্ষণ করতে পারে।

এ সময় চাকরির পেছনে না ছুটে যুবসমাজকে উদ্যোক্তা হওয়ার মাধ্যমে অপরকে চাকরি দেওয়া এবং নিজের জন্য কর্মসংস্থান সৃষ্টির আহ্বান পুণর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে জাতির পিতার 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থ থেকে যুবকদের জন্য কিছু অংশ পাঠ করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বিজয়ীদের হাতে 'শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার এওয়ার্ড-২০২২' তুলে দেন।

এ সময় মঞ্চে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

পুরস্কার হিসেবে বিজয়ীদের ক্রেষ্ট, সনদপত্র এবং ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।

Comments

The Daily Star  | English

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

2h ago